দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

ঠাকুরগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আতাউর রহমানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ করেছেন একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত এক প্রার্থী।গত ৭ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগটি করেন কাউন্সিলর প্রার্থী সুলতান আহম্মেদ আবুল।সুলতান আহম্মেদ আবুল তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, বর্তমান কাউন্সিলর আতাউর রহমান তার হলফনামায় জমি সংক্রান্ত বিচারাধীন একটি মামলার তথ্য গোপন করেছেন।২০১২ সালের ১২ মে জমি দখলের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন মো. ফয়েজউদ্দিন নামে এক ব্যক্তি। মামলাটি বর্তমানে ঠাকুরগাঁও-১ যুগ্ম জজ আদালতে বিচারাধীন। ওই মামলার ২য় আসামি তিনি।মামলা প্রসঙ্গে জানতে অভিযুক্ত আতাউর রহমানের ব্যক্তিগত ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি এবং পরবর্তীতেও তিনি এই প্রতিনিধিকে ফোন করেননি।এমএএস/বিএ

Advertisement