ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১১জন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২২ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এ সময়ে নতুন করে আরও ১৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার ৩৪.৫৭ শতাংশ। সুস্থ হয়েছেন ১১০ জন।’
সিভিল সার্জন বলেন, ‘এ হাসপাতালে করোনাভাইরাসে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৮৭ জন।’
Advertisement
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস