বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুধু বিপিএল নয় টি-টোয়েন্টি সংস্করণেই নবীন এই উদীয়মান তারকা। তবে প্রথম বিপিএলেই সতীর্থ হিসেবে পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারাকে। দারুণ উচ্ছ্বসিত এই তরুণ লঙ্কান লিজেন্ডকে পেয়ে জানালেন যতটুকু সম্ভব শিখে নিচ্ছেন তিনি।বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেন, “এটা আমার জন্য প্রথম। চেষ্টা করছি ওর (সাঙ্গাকারা) কাছ থেকে কিছু শেখার জন্য। টি-টোয়েন্টি সংস্করণটা আমার জন্য একদমই নতুন আর উইকেটটাও এতো সহজ না যার ফলে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারছি না। আশা করি সেমিফাইনালে কিছু একটা করার চেষ্টা করবো।”ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল এই নবীন ব্যাটসম্যান। চলতি বছরই জাতীয় লগে তুলে নিয়েছেন তিনটি ডাবল সেঞ্চুরি। তবে বিপিএলের এই টি-টোয়েন্টি সংস্করণে নিজেকে মানিয়ে নিয়ে খুব শিগগিরই নিজেকে প্রকাশ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই প্রসঙ্গে আরও বলেন, “আমি আগেই বলেছি এটা আমার প্রথম বিপিএল। আমি চেষ্টা করছি নিজের ভালোটা করা। আশা করছি সেমিফাইনালে ভালো কিছুই হবে।”তবে এদিন শুরুতে দারুণ খেলেও হারের হতাশা লুকাতে পারেননি এই তরুণ। এ নিয়ে বলেন, “আসলে এটা পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। আমরা খুব ভালোভাবেই চেষ্টা করছি কিন্তু তারপরও কেন যে হচ্ছে না সেটা বলতে পারছি না। আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিনটি বিভাগেই শতভাগ চেষ্টা করেছি। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু বলার নাই আমার।”তবে সেমিফাইনালে তার দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোসাদ্দেক। দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পুনরায় অন্তর্ভুক্ত করলে ফলাফল অন্যরকম হবে বলে আশা করছেন তিনি। মুস্তাফিজ, সাঙ্গাকারা, আবু হাসান রাজুকে নিয়ে পূর্ণ শক্তির দল সেমিফাইনালে বরিশালের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নেবে বলে আশা করছেন এই নবীন ব্যাটসম্যান।আরটি/বিএ
Advertisement