দেশজুড়ে

কুমিল্লায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় একজন, কুমিল্লা সদর উপজেলায় দুইজন, চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ নারী ও দুইজন পুরুষ রয়েছে।

সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এক হাজার ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৪ জন, আদর্শ সদরে ১২ জন, সদর দক্ষিণে একজন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় তিনজন, চান্দিনায় একজন, চৌদ্দগ্রামে চারজন, দেবীদ্বারে ৫জন, দাউদকান্দিতে ৪১ জন, লাকসামে ২৫ জন, লালমাইতে একজন, নাঙ্গলকোটে ১১ জন, বরুড়ায় তিনজন, মেঘনায় দুইজন এবং হোমনা উপজেলায় একজন রয়েছেন।’

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬৫৭ জনে। মারা গেছেন ৬৩১ জনে।

Advertisement

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস