দেশজুড়ে

নীলফামারীতে করোনায় প্রাণ গেল আরও ৪ জনের

নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে তিনজন ও সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২২ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- এ সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের জাহানারা বেগম (৭২), ডোমার উপজেলার চিকনমাটি বসতপাড়া গ্রামের হামিদুল ইসলাম (৬৫), একই উপজেলার পাঙ্গামটুকপুর মিস্ত্রিপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায় (৭৫) ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বেলাল হোসেন (৬০)।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৫ নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৬ জন করোনা পজিটিভ হন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৯ জন।’

Advertisement

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন দুই হাজার ৯৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৩০ জন। জেলায় মৃত্যুবরণ করেছেন ৬০ জন।

জাহেদুল ইসলাম/আরএইচ/জিকেএস