দাউদকান্দি পৌরসভা নির্বাচনের দুই স্বতন্ত্র প্রার্থী নাজমা আক্তার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিইসি, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন কমিশনের উপসচিব, কুমিল্লার জেলা প্রশাসক, দাউদকান্দি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এই আদেশ বাস্তবায়ন করতে হবে বলে জানান আইনজীবীরা।এই দুই প্রার্থীর করা পৃথক দুটি রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।এর আগে, গত ৬ ডিসেম্বর তাদের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের পৃথক একটি বেঞ্চ এক আদেশে দাউদকান্দি পৌরসভা নির্বাচনে এই দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বিষয়ে সিইসির কাছে করা আবেদন ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেন। শুনানি করে নির্বাচন কমিশন তাদের আবেদন খারিজ করে দেয়। এরপর তারা সিইসির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবার রিট আবেদন করেন। তাদের আবেদনের শুনানি করে আদালত তাদের মনোনয়নপত্র জমা নিতে বৃহস্পতিবার নির্দেশ দেন।পরে ব্যারিস্টার এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, গত ৩ ডিসেম্বর ছিলো আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। ওইদিন স্বতন্ত্র প্রার্থী নাজমা আক্তার ও মো. শাহজাহান মিয়া তাদের মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং অফিসার তা জমা নেননি।পরদিন তারা মনোনয়নপত্র জমাদানের সুযোগ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন। ওইদিন সিইসি অফিস থেকে তাদের আবেদনপত্র গ্রহণ করা হলেও তারা কোনো সমাধান পাননি।এফএইচ/বিএ
Advertisement