মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার আট আসামির মধ্যে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সিনিয়র বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এসময় আদালতে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী, তার সঙ্গে ছিলেন আবুল কালাম আযাদ।গ্রেফতার তিন আসামি হলেন রেজাউল করীম ওরফে আক্কাছ, ইউসুফ আলী ও উমর আলী। আসামিরা পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কায় বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি। আগামী ৪ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। ওই মামলাটির শুনানির জন্যও দিন নির্ধারণ করেছেন আদালত।প্রসিকিউটর আবুল কালাম জানান, এ মামলায় ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর এ পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার তদন্ত চলছে।এর আগে বুধবার মুক্তাগাছা উপজেলার রাজাকার রেজাউল করিম ওরফে আক্কাসসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে গত ৪ মে থেকে তদন্ত শুরু করেছেন মামলার আইও এএসপি রুহুল আমীন। প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, লুট-তরাজ ও অগ্নি-সংযোগের অভিযোগ রয়েছে।এফএইচ/এএইচ/বিএ
Advertisement