পণ্যের গুণগত মান নিশ্চিত এবং উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটন প্লাজা কনফারেন্সে এ কথা জানান ওয়ালটনের উদ্যোক্তারা। ওয়ালটন ব্র্যান্ডের নতুন নতুন প্রযুক্তি পণ্য বাজারে আসছে। তাই দেশ-বিদেশে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে সংশ্লিষ্টদের ব্যাপক প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয় কনফারেন্সে।সারাদেশে ওয়ালটন প্লাজার ২৪টি জোন থেকে ৭০০ জন প্লাজা ম্যানেজার এবং সহকারী ম্যানেজার কনফারেন্সে অংশ নেন। এতে কৌশলগত বিক্রয় ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে মঙ্গলবার সকালে শুরু হয় ওয়ালটন প্লাজা কনফারেন্স-২০১৫। কনফারেন্সে অংশ নেয়া বিপণন কর্মকর্তারা নিজেদের সৃজনশীল মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে-বিদেশে ওয়ালটনের বাজার সম্প্রসারণে আরও জোরালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, ফরেন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী পরিচালক আশরাফুল আম্বিয়া প্রমুখ।ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, ‘ওয়ালটন ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে বদ্ধপরিকর। বাংলাদেশে ফ্রিজের মতো টিভিতেও একচেটিয়া বাজার দখলের লক্ষ্যে উন্নয়ন এবং গবেষণা বিভাগে কর্মরত প্রকৌশলীরা ব্যাপক উদ্যোগ নিয়েছেন।’ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম বলেন, ‘শুধু পণ্য বিক্রি নয়, ওয়ালটন মানুষের সেবা করতে চায়। প্রযুক্তি পণ্যে বাংলাদেশে ওয়ালটন অপ্রতিদ্বন্দ্বী।’ বিশ্বব্যাপি বাজার সম্প্রসারণে সব ভয়কে জয় করার আহ্বান জানান তিনি।ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম রেজাউল আলম জানান, আগামী বছর ওয়ালটনের বেশ কিছু আইটি পণ্যের উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শুরু হবে। ওয়ালটনের প্লাজাগুলো আরও আধুনিক ও আকর্ষণীয় করার উদ্যোগ নেয়া হচ্ছে।’বিপণন বিভাগের প্রধান সমন্বক ইভা রিজওয়ানা জানান, শিগগিরই আরো বেশি পরিমাণে ইন্টারনেটভিত্তিক স্মার্ট টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন। সেই সঙ্গে ব্যাপকভাবে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সও বাজারজাত করা হবে।পলিসি, এইচআরএম ও অ্যাডমিন বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, ‘সর্বোচ্চ গুণগতমানের পণ্য বাজারে সরবরাহ করতে আমরা গ্রাহকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি প্লাজা ম্যানেজারদের ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিহিত করেন।বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, উন্নয়ন ও গবেষণা বিভাগ পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত না করা পর্যন্ত কারখানা থেকে কোনো পণ্য বিক্রয়কেন্দ্রে সরবরাহ করে না।কনফারেন্সে চলতি বছর ওয়ালটন পণ্যের বিক্রয় প্রবৃদ্ধিতে অসাধারণ অবদান রাখার জন্য ওয়ালটন কর্তৃপক্ষ ২০ জন প্লাজা ম্যানেজারকে পুরস্কৃত করে। এরা হলেন পাবনা প্লাজার হাসিবুর রহমান, চট্টগ্রাম নেভি গেট প্লাজার আব্দুল মাজিদ, গাজীপুর চন্দ্রা প্লাজার হারুন-অর-রশীদ, রাজশাহী প্লাজার বানিজ মিয়া, লালমনিরহাট প্লাজার রাশেদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের খন্দকার মাজহারুল ইসলাম, পটুয়াখালী প্লাজার রেজাউল করিম, নওগাঁ প্লাজার মাহবুব রহমান, যশোরের আরএন রোড প্লাজার সঞ্জয় কুমার সরকার, নাটোর প্লাজার মো. রাকিবুল করিম, মিরপুর-১০ প্লাজার তাওফিকুর রহমান, টাঙ্গাইলের আদালত রোড প্লাজার অরূপ কুমার সাহা, টাঙ্গাইলের ময়মনসিংহ রোড প্লাজার মো. আমিনুল ইসলাম, মধুপুর প্লাজার শাহ আলম মিয়া, চট্টগ্রাম সিটি গেট প্লাজার মনির হোসেন, করোটিয়া প্লাজার আরিফুল হক লিটন, ঠাকুরগাঁও প্লাজার আব্দুল হালিম তালুকদার, বংশাল প্লাজার সুবির কুমার ধর, শেরপুর প্লাজার বিশ্বজিৎ চক্রবর্তী ও জয়পাড়া প্লাজার সৈয়দ জাহিদুল হাসান।দিনব্যাপি কনফারেন্সের শুরুতে ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা ওয়ালটন কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।একে/বিএ
Advertisement