মেহেরপুর জেলায় প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড ও ইয়োলো জোনে এ মৃত্যুর ঘটনা ঘটে।
Advertisement
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা পজিটিভসহ জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত। এদের মধ্যে নতুন ১৩১ জনসহ জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ১১৭ জন।
আসিফ ইকবাল/এসজে/এমএস
Advertisement