ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়।
Advertisement
বৃহস্পতিবার (২২ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার সুমনা (৩৪), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)।
আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন, সদর উপজলার রমেসা (১০০), ত্রিশালের এমদাদুল (৫০), সামাদ (৯০), নেত্রকোনা বারহট্টার ফজরুনেসা (৬০), জামালপুর সদর উপজেলার রাজিয়া (৮৫) ও মাদারগঞ্জের মেরি (৫০)।
Advertisement
তিনি আরও বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২২৬টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগেরদিন মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়।
মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমএস
Advertisement