প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বরিশাালের মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এম এ আজিজুর রহমান ও দিদারুল আহসান খান। বৃহস্পতিবার মেয়র প্রার্থী এম এ আজিজ মুলাদী প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দলের হাইকমান্ডের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দল মনোনীত প্রার্থী শফিকুজ্জামান রুবেলের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করবেন। এ সময় উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী শফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এম এ বারী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, অপর মেয়র প্রার্থী দিদারুল আলম খান জানান, গত বুধবার রাতে তিনি আগৈলঝাড়া উপজেলায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত তাকে জানিয়েছেন।সাইফ আমীন/এআরএ/আরআইপি
Advertisement