নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর রহমান (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার (২১ জুলাই) দুপুরে তিনি মারা যান।
Advertisement
সংক্রমণের ঝুঁকি থাকায় তার পরিবারের সদস্যরা মরদেহ দাফন করতে ভয় পাচ্ছিলেন। পরে তারা ‘টিম খোরশেদ’কে মরদেহ দাফনের আহ্বান জানান। খবর পেয়ে রাতে সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড়ের স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করেন টিমের সদস্যরা।
সংক্রমণের ভয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পথেঘাটে ও বাড়ির আঙিনায় পড়ে থাকলেও দাফনে স্বজন ও প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেননি। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মরদেহ দাফন ও সৎকারে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সহযোগীরা।
ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন খোরশেদ। সুস্থ হয়ে আবারও কোভিড-১৯ রোগীদের মরদেহ দাফনের কাজ করেছেন তিনি। এ পর্যন্ত ‘টিম খোরশেদ’ মোট ২২১টি মরদেহ দাফন করেছে।
Advertisement
এস কে শাওন/এসজে/এমএস