দেশজুড়ে

কুমিল্লায় করোনায় প্রাণ গেল আরও ৯ জনের

 

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৪১ জন। আক্রান্তের হার ৪৫ শতাংশ।

Advertisement

বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় চারজন, বরুড়ায় দুইজন এবং চান্দিনা, দেবীদ্বার ও দাউদকান্দি উপজেলায় উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারী ও আটজন পুরুষ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২৪ জনে।’

ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৭৮ জন, আদর্শ সদরে একজন, বুড়িচংয়ে পাঁচজন, ব্রাহ্মণপাড়ায় ছয়জন, চান্দিনায় ৩৮ জন, চৌদ্দগ্রামে ৭৫ জন, দেবীদ্বারে ৩৯ জন, লাকসামে তিনজন, নাঙ্গলকোটে ১৭ জন, বরুড়ায় ৩২ জন, মনোহরগঞ্জে একজন, মুরাদনগরে ২৮ জন, মেঘনায় একজন ও হোমনা উপজেলায় ১৭ জন।’

Advertisement

সিভিল সার্জন আরও বলেন, ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এক হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪৪১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৪০৬ জনে।’

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস