`মুক্তিযুদ্ধের বিজয় আমাদের গৌরবদীপ্ত অহঙ্কার` স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ছয় দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।বিজয় মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা আমাদের অগ্রযাত্রার পথ প্রদর্শক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।পরে আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছয় দিনব্যাপী এ বিজয় মেলা আগামী ১৫ ডিসেম্বর শেষ হবে।আজিুজল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি
Advertisement