দেশজুড়ে

যশোরে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, ‘এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।’

ডা. আরিফ আহমেদ বলেন, ‘হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনার রেড জোনে ৯৮ জন এবং ইয়োলো জোনে ৩৩ জন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

Advertisement