ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (২১ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার সুলতান আহমেদ (৫৮), সুলতানা আক্তার (৩৪), ত্রিশালের খোদেজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের মানিক চক্রবর্তী (৬৩), পুর্বধলার লিফটন রায় (৩৮), দুর্গাপুরের আশরাফ আলী (১০০) ও টাঙ্গাইল মধুপুরের শেফালি (৫৭)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার এরশাদ আলী (৮১), আবদুল বারি (৬৫), ফুলবাড়িয়ার জয়বুন্নেসা (৮০), মনজুরুল (৮০), গৌরীপুরের নুরুল আমিন (৮০), মিনতি সরকার (৩৬), ফাতেমা (৬০), ত্রিশালের খোদেজা খাতুন (৫৫), নেত্রকোনা কেন্দুয়ার জগবন্ধু (৭০), টাঙ্গাইলের সাজেদা (৪০) ও গাজীপুর শ্রীপুরের রুনা আক্তার (২৮)।
Advertisement
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৪৩১টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসএমএম/জেআইএম