করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৬০ জনে।
Advertisement
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৯০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৩ হাজার ৩৮২ জনে।
বুধবার (২১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ৭৯০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬১ ও উপজেলার ২২৯ জন।
Advertisement
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১০৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১০৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১০৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৫ জন, অ্যান্টিজেন টেস্টে ৬৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এএএইচ
Advertisement