আন্তর্জাতিক

ভারতে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সুপারিশ

করোনা সংক্রমণের কথা মাথায় রেখেও প্রাথমিক স্কুলগুলো চালু করার পক্ষে মত দিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)। খবর : আনন্দবাজার পত্রিকা।

Advertisement

মঙ্গলবার দেশটির চিকিৎসা গবেষণা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুরা ভালোভাবে ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে পারে। তাদের দেহে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলো খুলে দেয়ার কথা ভাবা যেতে পারে।

তৃতীয় ঢেউ আছড়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পরিসংখ্যান বলছে, করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নমুখী। মঙ্গলবার তা নেমে এসেছে ৩০ হাজারের ঘরে। ভারতে ১২৫ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ফের এতটা কমেছে।

আইসিএমআর বলছে, পরীক্ষায় দেখা গেছে দেশের ৬৭.৬ শতাংশের দেহে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির সন্ধান মিলেছে। কোভিড সংক্রমণের ঝুঁকি রয়েছে প্রায় ৪০ কোটি মানুষের। তবে করোনার তৃতীয় ঢেউয়ে বয়স্কদের পাশাপাশি শিশুরাও সংক্রমণের শিকার হতে পারে।

Advertisement

এমএইচআর