প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
করোনার আবহে ত্যাগের উৎসব দেশে দেশেমুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারো এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর ‘কোরবানির ঈদ’। ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহপাকের কৃপালাভের আশায় ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন। করোনাভাইরাস মহামারি আর ভয়াল ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের শঙ্কার মধ্যেই ত্যাগ আর উৎসর্গের আদর্শে উদ্বুব্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
মঙ্গলবার ঈদ উদযাপন করছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশ। এছাড়াও ঈদ উদযাপিত হচ্ছে মিসর, তুরস্ক, সুদান, কেনিয়া, সোমালিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তানের মতো দেশগুলোতে।
ইরাকে ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলায় নিহত ৩৫ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় চালানো হয় এ হামলা। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রয়টার্সের খবরে জানা গেছে এসব তথ্য।
Advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলাআফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ আদায়ের সময় প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার আল জাজিরা জানিয়েছে এ তথ্য।
দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট আঘাত করে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঈদ নামাজ শেষে মালির প্রেসিডেন্টের ওপর ছুরিহামলামালির অন্তবর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতার ওপর ছুরিহামলার চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে ঈদের জামায়াত শেষে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
মালির প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। এ ঘটনায় তদন্ত চলছে। দুটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন।
মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ হলো বেজোসেরঅবশেষে মহাকাশচারী হওয়ার স্বপ্ন পূরণ হলো বিশ্বের শীর্ষধনী জেফ বেজোসের। মঙ্গলবার নিজের প্রতিষ্ঠানের তৈরি মহাকাশযান ‘নিউ শেফার্ড’-এ চড়ে মহাকাশ ভ্রমণ করে এসেছেন তিনি। এই যাত্রায় তার সঙ্গী ছিলেন ভাইসহ আরও তিনজন।
বিবিসির খবর অনুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে টেক্সাসের ভ্যান হর্নের কাছাকাছি একটি বেসরকারি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানে করে যাত্রা শুরু করেন জেফ বেজোস, তার ভাই মার্ক বেজোস, ৮২ বছর বয়সী ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী শিক্ষার্থী অলিভার ডিমেন। এর ঠিক ১১ মিনিট পরেই প্যারাসুটের সাহায্যে পশ্চিম টেক্সাসের মরুভূমিতে নেমে আসেন তারা।
বিশ্বের দ্রুততম স্থলযান আনল চীন, গতি ঘণ্টায় ৬০০ কিমিবিশ্বের দ্রুততম স্থলযান ‘ম্যাগলেভ ট্রেন’ সামনে আনল চীন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০০ কিলোমিটার। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ম্যাগলেভ ট্রেন চলবে বিদ্যুৎ-চুম্বকীয় শক্তি (ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফোর্স) ব্যবহার করে। তবে সেটি রেললাইনকে স্পর্শ করবে না। ঘর্ষণজনিত তাপ এড়াতে ট্রেন এবং লাইনের মধ্যে কিছুটা ফাঁক থাকবে। অর্থাৎ লাইনের ওপর ভাসমান অবস্থায় চলাচল করবে অত্যাধুনিক ট্রেনটি।
চীনের ‘সাইবার হামলা’র কবলে ৩০ হাজার প্রতিষ্ঠানযুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা চীনের বিরুদ্ধে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালানোর অভিযোগ এনেছে। এ বছরের শুরুতে এ হামলা চালানো হয় বলে দাবি করছে তারা। এ হামলায় বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে।
ইইউ এক বিবৃতিতে বলেছে, এই সাইবার হামলা হয়েছে চীনা ভূখণ্ড থেকে। যুক্তরাজ্য বলছে, ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক তথ্য নেয়ার জন্য এমনটি করেছে।
পেরুর নতুন প্রেসিডেন্ট হলেন পেদ্রো কাস্তিলিওপেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা পেদ্রো কাস্তিলিও জয়ী হয়েছেন। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানা যায় এ তথ্য। ভোটে তুমুল লড়াইয়ে জেতার কয়েক সপ্তাহ পর তার জয়ী হওয়ার এই ঘোষণা এলো।
গত ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন কাস্তিলিওর নির্বাচনী প্রতিপক্ষ ডানপন্থী কিকো ফুজিমোরি। অবশেষে ভোট বিশ্লেষণ করে সোমবার রাতে ফলাফল ঘোষণা করে দেশটির ন্যাশনাল ইলেকশনস জুরি (জেএনই)।
আসামের মুসলিম এলাকায় জনসংখ্যা নিয়ন্ত্রণের ঘোষণা মুখ্যমন্ত্রীরহঠাৎ করেই জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে ভারতের বিজেপি-শাসিত রাজ্যগুলো। বিধানসভা নির্বাচনের মাস ছয়েক বাকি থাকতে সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনসংখ্যা নিয়ন্ত্রণে বিল উত্থাপন করেছেন। এতে বলা হয়েছে, দুটির বেশি সন্তান হলে সকল সরকারি সুযোগ-সুবিধা বন্ধ। সেদিক থেকে আরও একধাপ এগিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ সেনা’ নিয়োগ দিচ্ছেন। আর এই বাহিনী নিয়োগ করা হবে মূলত লোয়ার আসামে, যেখানে মুসলিমদের সংখ্যা বেশি।
গত সোমবার বিধানসভায় দাঁড়িয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, চর-চাপোরি এলাকায় এক হাজার যুবককে নিয়ে গঠিত জনসংখ্যা নিয়ন্ত্রণ সেনা নিয়োগ করা হবে। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে। মানুষজনকে গর্ভনিরোধক দেবে। আশা কর্মীদেরও এই কাজে লাগানো হবে।
ভারতে ৪ মাস পর কমল দৈনিক সংক্রমণভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। গত ১২৫ দিনের মধ্যে দৈনিক সর্বনিম্ন সংক্রমণ এটি। মঙ্গলবার এনডিটিভির খবরে জানা গেছে এ তথ্য।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৩২২ জন।
কেএএ/এমএস