দেশজুড়ে

কুমিল্লায় এক সপ্তাহে করোনায় ৭০ জনের মৃত্যু

কুমিল্লায়ও গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে তিন হাজার ৪২৯ জন।

Advertisement

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কুমিল্লায় ৬০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ৭০জনের মৃত্যু হয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। গত সাত দিনে ১৪ জুলাই সর্বোচ্চ ১৬ জনের ও ১৮ জুলাই ১৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৯ জুলাই ৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের সাবেক পরিচালক বিশেষজ্ঞ চিকিৎসক মুজিবুর রাহমান বলেন, ‘ঈদের দুই সপ্তাহ পর কুমিল্লাসহ সারা দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হবে। এতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় উৎসবে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপন করা উচিত।’

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এখনও সচেতনতা কম।বহু চেষ্টা করেও শতভাগ মাস্ক পড়াও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ঈদ উৎসবে জনসমাগম না করা এবং সবাইকে শত ভাগ স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কিছুটা হলেও কম হবে।’

Advertisement

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস