টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়।
Advertisement
মঙ্গলবার (২০ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৬২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৮৭ ভাগ।’
সিভিল সার্জন বলেন, ‘হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪৪ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮৩ জন, কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২১ জন।’
Advertisement
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১১৬৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ছয় হাজার ৪০৬ জন। মৃত্যু হয়েছে ১৯৩ জনের।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস