সিলেট সুপার স্টারসকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা পাঁচ ম্যাচে দলে শুধুমাত্র অধিনায়ক হিসাবে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে তুলে নিবেন কিনা এমন প্রশ্নে অধিনায়ক জানান একমাত্র বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেললেই তিনি ঝুঁকি নিবেন।আগের পাঁচ ম্যাচে অধিনায়ক হিসাবে খেললেও দলের পেসারদের অনাকাঙ্ক্ষিত ইনজুরির কারণে দুই ম্যাচে ছোট রান আপে বল করতে হয়েছে তাকে। এলিমিনেটর রাউন্ডে বল হাতে তুলে নিবেন কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, `সত্যি বলতে এখনো বোলিং করতে গেলে ঝুঁকি থেকে যাবে। আসলে বাংলাদেশের খেলা হলে আমি করে ফেলতাম। কিন্তু আমি কাউকে ছোট করছি না কারণ ফ্র্যাঞ্চাইজিরাও আমাকে পারিশ্রমিক দিয়ে খেলায়। এটাও আমার কাছে অনেক বড়। উনাদের সঙ্গে আলোচনা করেছি।`বোলিং করার মত শতভাগ এখনও ফিট নন মাশরাফি। শতভাগ ফিট না হয়ে বোলিং করতে চাচ্ছেন না এই দেশসেরা পেসার। কারণ তার পুরো ক্যারিয়ারে এরকম ছোট ছোট ইনজুরি পরবর্তীতে বড় হয়ে দাঁড়িয়েছে। তাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বলে জানান তিনি।এছাড়া তিনি ছাড়াও দলের আরও খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন বলেও জানান মাশরাফি। এই প্রসঙ্গে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে বলেন, `ইনজুরির অবস্থা খুব কঠিন। এ মুহুর্তে প্রায় পাঁচ-ছয় জন ক্রিকেটার ইনজুরিতে আছে। গুরুত্বপূর্ণ ক্রিকেটাররাই ইনজুরিতে। ফিজিওর উপর খুব চাপ পড়ে যাচ্ছে ক্রিকেটারদের ফিট করতে। কুলাসেকারা বিশ্রামে ছিল। আজকে খেলেছে কিন্তু পুরোপুরি ফিট না। অলোককে কোনোভাবে নামিয়ে দিয়েছি। আমি বোলিং করতে পারছি না। রাব্বিও আছে। মালিকও ইনজুরিতে। ওর দশটা ইনজেকশন নেওয়ার কথা রয়েছে। আটটা নিয়ে নিয়েছে। আজকে খেললে সেমিফাইনালে ওকে মিস করতে হত। তাই তাকে বিশ্রাম দেয়া হয়েছে।`আরটি/এমআর/আরআইপি
Advertisement