আগামী ২০১৭ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনাল’স কমিউনিটি (বিআইপিসি) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ২০০৮ সালের আগে দেশে এক এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল ৭০ হাজার টাকা। আওয়ামী লীগ সরকার ৫ ধাপে তা কমিয়ে ২ হাজার ৮০০ টাকায় নামিয়ে এনেছে। ডিজিটালাইজেশনের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৫ বছরে দেশে ৪ কোটি দক্ষ জনবল তৈরি করা হয়েছে। যারা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করছে। আগামী ২ বছরে আরও ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।সমাবেশে উপস্থিত ফ্রিল্যান্সারদের আশ্বস্ত করে জুনায়েদ আহমেদ বলেন, আপনারা পূর্ণ উদ্যমে এগিয়ে যান। সরকার আপনাদের পাশে আছে, সরকারের সমর্থন আপনাদের প্রতি সব সময় থাকবে।প্রতিমন্ত্রী বলেন, আইসিটি সেক্টরের বেশিরভাগ প্রজেক্টগুলোই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে বর্তমানে দেশে আইসিটি সেক্টরের যে সব প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে তাদের নেতৃত্বেই সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।বিআইপিসি’র প্রেসিডেন্ট আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস.এম আশরাফুল ইসলাম, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, বিডিজবস ডটকম-এর সিইও ফাহিম মাশরুর, আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান প্রমুখ।
Advertisement