বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে ৬১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৪০ শতাংশ।
Advertisement
মঙ্গলবার (২০ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও ১২ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এদের মধ্যে পটুয়াখালীর দুজন, বরগুনার দুজন, পিরোজপুর ও ভোলাইয় একজন করে ব্যক্তি রয়েছেন।
Advertisement
মঙ্গলবার হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৩০৫ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ১১৫ জন।
তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় ১ হাজার ৭২৬টি নমুনা পরীক্ষায় ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৪০ শতাংশ।
বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি পটুয়াখালী জেলায়। এ জেলাতে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪২ দশমিক ২৮ শতাংশ। এরপর বরিশালে ৬৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ২৮ শতাংশ।
Advertisement
এদিকে বরগুনায় ২২৮ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ। ঝালকাঠীতে ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬০ শতাংশ।
এছাড়া ভোলায় ২২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ। পিরোজপুরে ২২৩ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৫ শতাংশ।
সাইফ আমীন/এসএমএম/জেআইএম