চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একইসময়ে ৩৫৭টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ১২ শতাংশ।
Advertisement
মঙ্গলবার (২০ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জুলাই) করোনা আক্রান্ত হয়ে জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের ইয়েলোজোনে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেলায় ১৪৬ জন ও জেলার বাইরে ১৭ জন রয়েছেন।
Advertisement
এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৫ জন, আলমডাঙ্গায় ১২ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ১৪ জন রয়েছেন।
বর্তমানে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ৫৬ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৩৮ জন ও হাসপাতালে রয়েছেন ১১৮ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫১৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৫ জন।
সালাউদ্দীন কাজল/এসএমএম/জেআইএম
Advertisement