করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে গত তিন কার্যদিবসে ১৩ হাজার ১৭০টি মামলায় ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে আট হাজার ২৯১ আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
Advertisement
সোমবার (১৯ জুলাই) গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১৫ জুলাই হতে ১৯ জুলাই পর্যন্ত মোট তিন কার্যদিবসে সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১৩ হাজার ১৭০টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৮ হাজার ২৯১ জন আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।
এফএইচ/এএএইচ/এএসএম
Advertisement