ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৯০৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪৭২ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৭৮ শতাংশ।
Advertisement
সোমবার (১৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহে দুইজন, নেত্রকোনায় চারজন, জামালপুরে একজন ও শেরপুরে দুইজন মারা গেছেন। বিভাগে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহে এক হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৮৬ জন, নেত্রকোনায় ২২৭ জনের নমুনা পরীক্ষা করে করে ৮২ জন, জামালপুরে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জন ও শেরপুরে ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে এক লাখ ৬৪ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ২১ হাজার ৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস