জাতীয়

পরিচ্ছন্নকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের (পিডব্লিউসিএসপি)।

Advertisement

সোমবার (১৯ জুলাই) মিরপুর-২ সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

একইসঙ্গে আসন্ন কোরবানি পশুর বর্জ্য পরিষ্কার করতে দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাছে যথা সময়ে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের দাবিও জানিয়েছে সংগঠনটি।

পিডব্লিউসিএসপি’র সভাপতি নাহিদ আক্তার লাকি বলেন, মহামারি করোনার সম্মুখযোদ্ধা হিসেবে আমাদের পরিচ্ছন্নকর্মীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করলেও তাদেরকে সরকারের পক্ষ থেকে করোনার সম্মুখযোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী ৭ ফেব্রুয়ারি দুই সিটি করপোরেশনকে পরিচ্ছন্নকর্মীদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কর্মীকে টিকা দেওয়া হয়নি। আমরা পরিচ্ছন্নতাকর্মীদের করোনার সম্মুখযোদ্ধা হিসেবে স্বীকৃতি দানের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রত্যেকের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দানসহ আর্থিক সাহায্য প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Advertisement

গত ১৩ জুলাই গণমাধ্যমে প্রচারিত সংবাদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম ঈদে কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত অপসারণ করার নির্দেশ দেন।

এ বিষয়ে লাকী বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অবসারণের এই চ্যালেঞ্জিং কাজ মনিটরিং করার জন্য পিডব্লিউসিএসপি’র পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও একটি ভ্রাম্যমাণ টিম কাজ করবে।

ঈদুল আজহার এক সপ্তাহ আগে থেকে পিডব্লিউসিএসপি’র সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে বাসাবাড়ির ময়লার সঙ্গে কোরবানির পশুর গোবর ও খড়খুটা সংগ্রহ করছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদ ও পরবর্তী ৩ দিন তাদের কোনো প্রকার ছুটি থাকে না এবং তারা এভাবেই কঠোর পরিশ্রমে লিপ্ত থাকে। আমরা আশা করছি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা অবহেলিত এই পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকবেন।’

এসএম/এসএইচএস/এমএস

Advertisement