বিনোদন

বড়াইগ্রাম ডিগ্রী কলেজে রাফাতের গান (ভিডিও)

মহান বিজয় দিবসকে সামনে রেখে বড়াইগ্রাম ডিগ্রী কলেজে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্টের। ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত কনসার্টটিতে গান করবেন সুফিয়ানা খ্যাত কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাত। রাফাত জাগো নিউজকে জানান, প্রথমবারের মতো অনার্স (সম্মান) ডিগ্রী চালু হওয়ায় এই আয়োজন করেছে বড়াইগ্রাম ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ। সেখানে সুফি গানসহ নানা ধরণের গান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীসহ আগত শ্রোতাদের মন মাতাবেন তিনি। এই বিশেষ সংগীতানুষ্ঠানে রাফাতের পাশাপাশি গাইবেন পাওয়ার ভয়েস খ্যাত আয়েশা মৌসুমী, রক গানের শিল্পী বিবেক ও হাসনাত তুষার। এদিকে আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি এদিন কলেজটিতে অনার্স পর্বের উদ্বোধন ঘোষণা করবেন। দেখুন কনসার্টের প্রমো ভিডিও : আরএএইচ/এলএ

Advertisement