দেশজুড়ে

বরিশাল বিভাগে একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৮৯১

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৮ শতাংশ।

Advertisement

সোমবার (১৯ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টয় এ হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং ৯জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৯৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৯৯জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসির ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৬জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪৫ দশমিক ৭৪ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ২ হাজার ৯৯২টি নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৮ শতাংশ। বরিশাল জেলায় ১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৮ শতাংশ। ভোলায় শনাক্তের হার ৩২ দশমিক ৬৩ শতাংশ। এ জেলায় ১৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ঝালকাঠী ৩৩১ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করো শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৯শতাংশ।

পটুয়াখালীতে শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ জেলায় ৪৪৯জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বরগুনায় ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের করো শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৯১ শতাংশ। পিরোজপুরে শনাক্তের হার ২৪ দশমিক ১০ শতাংশ। এ জেলাতে ৫৮১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সাইফ আমীন/আরএইচ/এমএস

Advertisement