সাহিত্য

হুমায়ূন আহমেদকে নিয়ে ‘বাজে হুমায়ূন’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে সমালোচনাগ্রন্থ ‘বাজে হুমায়ূন’। দেশের প্রসিদ্ধ লেখক-সাহিত্যিকের লেখায় হুমায়ূন আহমেদের জীবন ও কর্মের বিশ্লেষণমূলক সম্পাদনা গ্রন্থ এটি।

Advertisement

বইটি সম্পাদনা করেছেন কবি ও গবেষক ইমরান মাহফুজ। প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

বইটিতে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ফয়জুল লতিফ চৌধুরী, আসিফ নজরুল, শান্তা মারিয়া, আহমেদ মাওলা, মোহাম্মদ আজম, কুদরত-ই-হুদা, মো. আব্দুল হামিদ, অমিত গোস্বামী, হামীম কামরুল হকের লেখা রয়েছে।

পাশাপাশি সাদাত হোসাইন, সালাহ উদ্দিন শুভ্র, মো. আদনান আরিফ সালিম, শিবলী আহমেদ, আবু সায়ীদ নয়ন, সুহৃদ সাদিক, জুবায়ের ইবনে কামালসহ অনেকেই লিখেছেন।

Advertisement

বইটি সম্পর্কে সম্পাদক বলেন, ‘কালজয়ী হুমায়ূন আহমেদকে নিয়ে অনেক মৌখিক সমালোচনা হয়েছে। লিখিত সমালোচনা থাকুক, সেই প্রেক্ষিতে এমন উদ্যোগ। সূচিবদ্ধ প্রবন্ধগুলো তার সাহিত্যভাবনা ও চিন্তাচর্চার ধারাক্রম স্পষ্ট করবে। আলোচকরা নতুন দিগন্ত উন্মোচন করার চেষ্টা করেছেন।’

তিনি বলেন, ‘এতে হুমায়ূন আহমেদের লেখালেখির উপকরণ, প্রকরণ ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেছেন লেখকরা। বিচিত্র চিন্তাসমৃদ্ধ প্রকাশনাটি পেয়ে পাঠক উপকৃত হবেন।’

বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়।

এসইউ/জেআইএম

Advertisement