দেশজুড়ে

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ পেয়ে সিরাজগঞ্জ সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে শোকজ করেছেন জেলা রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার বিকেলে সরকার দলীয় এই প্রার্থীকে শোকজ করা হয়। তাকে দ্রুত সময়ের মধ্যে এই শোকজের জবাব দাখিলের জন্য বলা হয়েছে।জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে জাসদ মনোনীত মেয়র প্রার্থী নাজমুল ইসলাম মুকুল লিখিত আকারে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন একই সঙ্গে তিনি শহরের বিভিন্ন স্থানে প্রতীক সম্বলিত পোস্টার লাগিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আইন অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বরের আগে তিনি এ কাজ করতে পারেন না। প্রতীক নিয়ে প্রচারণা ও পোস্টার লাগানোর কারণে তিনি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন। যে কারণে তাকে শোকজ করা হয়েছে। বাদল ভৌমিক/এমজেড/আরআইপি

Advertisement