দেশজুড়ে

কুষ্টিয়া হাসপাতালে করোনা-উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

Advertisement

সোমবার (১৯ জুলাই) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৫৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৩ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন।

কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ হাজার ১৭১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪০৯ জন।

Advertisement

আল-মামুন সাগর/এসজে/জিকেএস