জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১০ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ব্যবিলনের শূন্য উদ্যানটি কোথায়? উত্তর : ইরাকে। ২. প্রশ্ন : ঐতিহাসিক কনস্টান্টিনোপল জায়গাটি কোথায় অবস্থিত? উত্তর : তুরস্কে। ৩. প্রশ্ন : প্রথম ইসরাইল সফরকারী মিশরীয় প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর : আনোয়ার সাদাত। ৪. প্রশ্ন : ইরাকে ইঙ্গ-মার্কিন হামলা কবে শুরু হয়? উত্তর : ২০ মার্চ ২০০৩। ৫. প্রশ্ন : ইরাক অভিযানে মার্কিন কমান্ডার কে ছিলেন? উত্তর : জেনারেল টমি ফ্রাঙ্ক। ৬. প্রশ্ন : ইন্দোনেশিয়া কয়টি দ্বীপ নিয়ে গঠিত? উত্তর : ১৩,৫০০টি। ৭. প্রশ্ন : জেনারেল সুহার্তো কবে ইন্দোনেশিয়ার ক্ষমতা দখল করেন? উত্তর : ২২ ফেব্রুয়ারি ১৯৬৭। ৮. প্রশ্ন : কবে সুহার্তোর ৩২ বছরের শাসনের অবসান ঘটে? উত্তর : ২০ অক্টোবর ১৯৯৮। ৯. প্রশ্ন : বিছিন্নকামী আচেহ প্রদেশের গেরিলা বাহিনীর নাম কী? উত্তর : ফ্রি আচেহ মুভমেন্ট। ১০. প্রশ্ন : মেঘবতি সুকর্ণপত্রী ইন্দোনেশিয়ার কততম প্রেসিডেন্ট ছিলেন? উত্তর : পঞ্চম। ১১. প্রশ্ন : খেমার প্রজাতন্ত্রের পূর্ব নাম কী ছিল? উত্তর : কম্বোডিয়া। ১২. প্রশ্ন : কম্বোডিয়া কখন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? উত্তর : ১৯৫৩ সালে। ১৩. প্রশ্ন : কোন সালে সিহানুক পুনরায় কম্বোডিয়ার রাজা হন? উত্তর : ১৯৫৩ সালে। ১৪. প্রশ্ন : খেমারুজ কোন দেশের রাজনৈতিক দল? উত্তর : কম্বোডিয়ার। ১৫. প্রশ্ন : পলপট কোন দেশের রাজনৈকিত নেতা? উত্তর : কম্বোডিয়ার। ১৬. প্রশ্ন : কম্বোডিয়ায় রাজতন্ত্র কে বিলোপ করেন? উত্তর : প্রিন্স নরোদম সিহানুক। ১৭. প্রশ্ন : খেমারুজ নেতা পলপট কবে মৃত্যুবরণ করেন? উত্তর : ১৫ এপ্রিল ১৯৯৮। ১৮. প্রশ্ন : দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ ইউরোপীয় শাসনাধীনে যায়নি? উত্তর : থাইল্যান্ড। ১৯. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় রাজ্য শাসন করার কৃতিত্ব কোন দেশের রাজার? উত্তর : থাইল্যান্ড।২০. প্রশ্ন : স্বাধীন পূর্ব তিমুর ইতোপূর্বে কোন দেশের প্রদেশ ছিল? উত্তর : ইন্দোনেশিয়ার।এসইউ/আরআইপি

Advertisement