তথ্যপ্রযুক্তি

রিয়েলমি সি২১ এখন সম্পূর্ণভাবে ‘মেড ইন বাংলাদেশ’

বাংলাদেশে অবস্থিত কারখানায় স্থানীয়ভাবে সম্পূর্ণ ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি। বাংলাদেশে রিয়েলমির অফিশিয়াল কার্যক্রম শুরু হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে।

Advertisement

তাদের পণ্যগুলো দেশে সেমি নকড-ডাউন (এসকেডি) পদ্ধতিতে অ্যাসেম্বল করা হয়। কিন্তু রিয়েলমি সি২১ তাদের প্রথম স্মার্টফোন যেটি সম্পূর্ণ নকড-ডাউন (সিকেডি) প্রক্রিয়া অনুসরণ করে দেশে তৈরি করা হয়েছে।

রিয়েলমি সি২১ হলো সর্বপ্রথম রিয়েলমির এন্ট্রি-লেভেল অলরাউন্ডার ফোন যা টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়েবিলিটি কোয়ালিটি সনদপ্রাপ্ত। এতে আছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যা রিভার্স চার্জিংকে সমর্থন করে। হেলিও জি৩৫ ১২ ন্যানোমিটার অক্টা-কোর ৬৪বিটস প্রসেসর সমৃদ্ধ রিয়েলমি সি২১-এ আছে ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং তাৎক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

রিয়েলমি সি২১ দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। এর ৩+৩২ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১০ হাজার ৯৯০ টাকায় এবং ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯০ টাকায়।

Advertisement

এমএইচআর/এএসএম