নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হ্যাপী (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্দরের মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা অটোরিকশার চালককে মারধর ও অটো ভাঙচুর করে খাদে ফেলে দেয়। পরে পুলিশ এসে উত্তেজিত জনতাদের নিয়ন্ত্রণ করে। নিহত কিশোরী নারায়ণগঞ্জ বন্দরের কল্যান্দী এলাকার সালাউদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল আহাদ মিয়ার মেয়ে। আহাদ মিয়া বাংলাদেশ মেরিন টেকনোলজির ক্যান্টিনের বাবুর্চি হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১শ` শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠিয়েছে। পুলিশ অটোচালক সাদ্দাম হোসেনকে (২০) আটক করেছে। এ ঘটনার পর থেকে ওই সড়কে প্রায় ৩ ঘণ্টা অটোরিকশা চলাচল বন্ধ ছিল। গ্রেফতারকৃত অটোচালক বন্দরের শাহী মসজিদ এলাকার রমজান আলীর ছেলে। বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, অটোচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।মো. শাহাদাত হোসেন/এমজেড/আরআইপি
Advertisement