সৌদি আরবের মক্কা থেকে ৩২০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর শিল্প এলাকার বাইরে কর্মরত অবস্থায় এসব অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।শুক্রবার দেশটির প্রভাবশালী পত্রিকা আরব নিউজ জানিয়েছে, মন্ত্রণালয়ের মক্কা শাখার ডিজি আবদুল আল শাহরির নেতৃত্বে পুলিশ মক্কার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার এসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে কোনো বাংলাদেশি গ্রেফতার হয়েছেন কিনা তা জানা যায়নি।আবদুল আল শাহরি জানিয়েছেন, শ্রম আইন ভেঙ্গে যে সব অভিবাসী শ্রমিক এখনও দেশটির কাজ করছেন তাদের ধরতে তার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী এ গ্রেফতার অভিযান চালানো হয়।প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের শ্রম আইনের ৩৯ ধারা অনুযায়ী, শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার হওয়া এসব অভিবাসী শ্রমিকের ১৫ হাজার থেকে ১ লাখ সৌদি রিয়েল জরিমানা হতে পারে। এছাড়া ৩ থেকে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
Advertisement