দেশজুড়ে

ফেনীতে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

ফেনীর পরশুরামে করোনা রোগীদের বিনামূল্যে সেবা দিতে দুটি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

Advertisement

রোববার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজামউদ্দিন আহমেদ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অ্যাম্বুলেন্সগুলোর সমন্বয়কারী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমিরউদ্দিন ভাবন বলেন, কোনো করোনা রোগীকে যেন পরিবহন সঙ্কটে না পড়তে হয়, সেজন্য মেয়র সাজেল ব্যক্তিগত তহবিল থেকে বিনামূল্যে এ সেবাটি চালু করেছেন। সেবাটি কারো প্রয়োজন হলে ০১৬১২০৭৯৪৩৩, ০১৮১৫১০০০৫৬, ০১৮১৯৫৬৬৬২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ানসহ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

নুর উল্লাহ কায়সার/এসএমএম/জেআইএম