দেশজুড়ে

স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

স্বস্তি এসেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানচলাচলে। এখন স্বাভাবিক গতিতে চলছে ঢাকামুখী ও উত্তরবঙ্গ লেনের গাড়ি। এতে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে মানুষ।

Advertisement

রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ১১টায় মহাসড়কের রাবনা এলাকায় এমন চিত্র দেখা যায়।

এর আগে ভোর থেকে সকাল ১০টা পযর্ন্ত এ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা পযর্ন্ত প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। এ সময় বেশি সমস্যায় পড়েন নারী ও শিশুরা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। তবে এখন স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।

Advertisement

এর আগে গতকাল বিকেলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট হয়। মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজের জন্য চার লেনের গাড়ি এক লেন দিয়ে বের হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।

এছাড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চাপ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটে গাড়ি চলছে কচ্ছপ গতিতে। এতে মাঝেমধ্যেই সৃষ্টি হচ্ছে যানজট।

আরিফ উর রহমান টগর/এসএমএম/জিকেএস

Advertisement