আন্তর্জাতিক

নির্বাচন থেকে সরবেন না ট্রাম্প, দল ত্যাগের হুমকি

মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মাঝে থাকা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। প্রয়োজনে রিপাবলিকান পার্টি থেকে পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউজ ট্রাম্পকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য বলে দাবি করার পর ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, ওই বক্তব্যের জেরে যাই হোক না কেনো তবু তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। এদিকে ইউএসএ টুডের এক জরিপে দেখা গেছে, ট্রাম্প যদি রিপাবলিকান পার্টি থেকে নিজ নাম প্রত্যাহার করে নিয়ে নির্বাচনে অংশ নেন তবুও ৬৮ শতাংশ সমর্থক তাকে ভোট দেবেন।এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প এক নির্বাচনী প্রচারে বলেন, জরিপে দেখা যাচ্ছে, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নিশ্চিত না হন আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ রাখা উচিত। তার এই বক্তব্যের সমালোচনা করে এটিকে অ-মার্কিনসুলভ বক্তব্য বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ। অন্যদিকে অপর এক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রত্যাশী, সিনেটর লিন্ডসে গ্র্যাহাম সকল প্রেসিডেন্ট পদপ্রত্যাশীর প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতির কড়া সমালোচনা করে। আর সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশের বলেছেন, ট্রাম্প একজন বিকৃত মস্তিষ্কের মানুষ।এদিকে ট্রাম্প এখনো নিজ বক্তব্যে অটল রয়েছেন। যদি তাকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে দল থেকে পদত্যাগেরও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমার পুরো জীবন জয়ে ভরপুর। আমি হারতে পারি না। আমি কখনো হারবো না। রিপাবলিকান পার্টির কর্মকর্তারা ট্রাম্পের ওই বক্তব্যের জেরে ভোটারদের মাঝে বিভক্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন, এর ফলে ডেমোক্রেটিক পার্টি নির্বাচনী লড়াইয়ে সুবিধা পেতে পারে।এসআইএস/আরআইপি

Advertisement