খেলাধুলা

মাঠেই ট্রফি পাচ্ছেন সাবিনা-কৃষ্ণারা

নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়ে গেছে। শনিবার বসুন্ধরা কিংস নিজেদের ১৩তম ম্যাচে জামালপুরের কাচারিপাড়া একাদশকে বিশাল ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছে শিরোপা ধরে রাখা। তাদের শিরোপা নিশ্চিত হওয়ায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব হয়েছে রানার্সআপ।

Advertisement

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলই শেষ ম্যাচ খেলবে সোমবার। বসুন্ধরা কিংস খেলবে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে এবং আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ এফসি ব্রাহ্মণবাড়িয়া।

সোমবারই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করবে বাফুফে। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৩ লাখ এবং রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে ২ লাখ টাকার চেক প্রদান করা হবে।

এছাড়া লিগের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। সর্বোচ্চ গোলদাতার লড়াই চলছে কৃষ্ণা রানী সরকার ও সাবিনা খাতুনের মধ্যে। শেষ ম্যাচে মাঠে নামার আগে কৃষ্ণার গোল ২৪ এবং সাবিনার ২১টি।

Advertisement

এদিকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রোববার পেয়ে যেতে পারে চ্যাম্পিয়ন দল। যদি শিরোপা নির্ধারণ হয়ে যায়, তাহলে মাঠেই ট্রফি দেয়া হবে। রোববার চ্যাম্পিয়নশিপ নির্ধারণ না হলে সোমবার দুই লিগের পুরস্কার একইসঙ্গে দেয়া হবে।

আরআই/এমএমআর/জিকেএস