জাতীয়

যান চলাচল বন্ধ করে যানজটমুক্ত সমাবেশ

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে চলছে যানজটমুক্ত সমাবেশ। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র মেয়র আনিসুল হকের নেতৃত্বে এ সমাবেশ চলছে। তবে সমাবেশ উপলক্ষে এ এলাকায় সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এ এলাকার মানুষ।প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে মেয়র আনিসুল হকের আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, তেজগাঁও সড়ক, সাতরাস্তা ও কাওরান বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুর ২টায় টার্মিনালটিকে যানজটমুক্ত ঘোষণা করতে সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রায় দুই শতাধিক সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ ট্র্যাক কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট অ্যাজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান প্রমুখ।এএসএস/এআর/এএইচ/আরআইপি

Advertisement