ধারাবাহিক দরপতনে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পতন ধারা অব্যাহত ছিল দেশের শেয়ারবাজারে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক পতন হয়েছে। হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। এনিয়ে টানা চার কার্যদিবস দর পতন হলো পুঁজিবাজারে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে, শরীয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৩৮১ কোটি টাকা।ডিএসইতে বৃহস্পতিবার ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৫০২ পয়েন্টে দাড়িয়েছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৮ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৫২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৩ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।এদিন সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৪টির, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এসআই/এএইচ/আরআইপি
Advertisement