আজ শনিবার ( ১৭ জুলাই) সকাল থেকেই হজের জন্য মক্কায় আসতে শুরু করেছেন হাজিরা। কাবা শরিফে তাওয়াফে কুদুমের মাধ্যমে শুরু করেছেন হজের প্রক্রিয়া। হাজিদের সঠিক দিকনির্দেশনা দিতে হজ কর্তৃপক্ষ ১৩৫ জন ইমাম ও ইসলামিক স্কলার নিয়োগ দিয়েছেন। ১০টি নির্ধারিত ভাষায় সেবাদান কার্যক্রমও চালু করেছে সৌদির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। খবর আরব নিউজ।
Advertisement
সৌদি আরব এ বছর হজের সময় ধর্মীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য ১৩৫ জন ইমাম ও ইসলামিক স্কলারকে নিয়োগ দিয়েছেন। ইমাম ও স্কলারগণ হজ যাত্রীদের বিভিন্ন অজানা নিয়ম-কানুন ও জিজ্ঞাসার জবাব দেবেন।
ইসলামিক মন্ত্রণালয় জানান, ‘হজ পালনকারীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত মানসিকতার সঙ্গে হজ সম্পাদনে যাবতীয় পরিষেবা প্রদানের জন্য ১৩৫ জন ইমাম ও স্কলার নিয়োগ দিয়েছেন।
হজ সম্পাদনে হজযাত্রীদের হজের বিধিবিধান সম্পর্কিত প্রশ্ন জানতে নির্ধারিত ১০ ভাষায় ফোন লাইন স্থাপন করা হয়েছে। বিভিন্ন ভাষাভাষী মানুষের কথা চিন্তা করে ১০ ভাষায় এ ব্যবস্থাপনা রাখা হয়েছে।ভাষাগুলা হলো- ১. আরবি; ২.ইংরেজি; ৩. ফরাসি; ৪. তুর্কি; ৫. হিন্দি; ৬. উর্দু; ৭. হাউসা; ৮. ইন্দোনেশিয়ান; ৯. বাংলা; ১০. আমহারিক।
Advertisement
উল্লেখ্য যে, এবছর হজেও বাংলা ভাষাসহ মোট ১০টি ভাষায় হজের খুতবাহর অনুবাদ প্রকাশ করা হবে।
এমএমএস/এমকেএইচ