জাতীয়

রাতে আসছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা, কাল আরও ১০ লাখ

চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আসছে আজ শনিবার (১৭ জুলাই)। এদিন রাত ১১টায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগ্রহণ করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাতে ১০ লাখ ডোজ টিকা আসবে। আর আগামীকাল রোববার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটায় আরও ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছাবে।

এমইউ/এএএইচ/এমকেএইচ

Advertisement