চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আসছে আজ শনিবার (১৭ জুলাই)। এদিন রাত ১১টায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি।
Advertisement
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগ্রহণ করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাতে ১০ লাখ ডোজ টিকা আসবে। আর আগামীকাল রোববার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটায় আরও ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছাবে।
এমইউ/এএএইচ/এমকেএইচ
Advertisement