দেশজুড়ে

শিমের কেজি ৪ টাকা!

সবজি চাষে ঈশ্বরদীর বিশেষ খ্যাতি রয়েছে। তবে এবার শিম চাষিরা পড়েছেন চরম আর্থিক সঙ্কটে। হঠাৎ করে শিমের দাম কমে যাওয়ায় চাষিরা এ সঙ্কটে পড়েছেন।জানা গেছে, বর্তমানে ঈশ্বরদীর খুচরা বাজারে ৮ টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে। আর মুলাডুলি শিম আড়তে বিক্রি হচ্ছে মাত্র ৪ টাকা কেজি দরে অর্থাৎ ১৬০ টাকা মণ। এতে চাষিদের উৎপাদন খরচ তো দূরের কথা ক্ষেত থেকে শিম তুলে হাট পর্যন্ত আনার খরচও উঠছে না।  মুলাডুলি এলাকার শিম চাষি মুরাদ মালিথা আক্ষেপ করে বললেন, মৌসুমের শুরুতে ৮শ’ টাকা মণ ছিল। মনে হয়েছিল এবার চাষিরা ভাল দাম পাবে। কিন্তু কিছুদিনের মধ্যেই দামে ধস নেমেছে। আজিজুল, রহমত নামে শিম চাষিরা হতাশা ব্যক্ত করে বলেন, আমরা কোনো কিছু উৎপাদন করে বিক্রি করতে গেলে দাম পাই না। কিন্তু ফড়িয়ারা ঠিকই মুনাফা করে। তারা ঢাকাসহ বিভিন্ন বড় শহরে বেশি দামে শিম পাঠায়। শিক্ষিত শিম চাষিরা বাজার বিপণন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি

Advertisement