আন্তর্জাতিক

ভারতে তৃতীয় দিনের মতো ছয়শ’র নিচে মৃত্যু

ভারতে তৃতীয় দিনের মতো দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮ হাজার ৭৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯০৮। দৈনিক মৃত্যু গত তিনদিন ধরেই ৬০০’র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৩ হাজার ৯১ জনে।

Advertisement

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মহারাষ্ট্রে এবং কেরালায় প্রতিদিন প্রায় ১৫০ জন করোনায় মারা যাচ্ছেন। বাকি সব রাজ্যেই তা ৫০ এর নিচে নেমেছে। দৈনিক সংক্রমণও এই রাজ্যেই সব থেকে বেশি। কেরালায় এই সংখ্যা সাড়ে ১৩ হাজারের বেশি এবং মহারাষ্ট্রে সাড়ে সাত হাজারের বেশি। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুললোতেও সংক্রমণ পরিস্থিতি উল্লেখযোগ্য।

তবে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬ হাজারের বেশি। এখন ভারতে সক্রিয় রোগীর রয়েছেন ৪ লাখ ২৪ হাজার ২৫ জন।

এদিকে সারাবিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি ছাড়িয়েছে। এতে মারা গেছেন প্রায় ৪১ লাখ মানুষ। আর এ মহামারি থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৭ কোটি ৩৫ লাখ।

Advertisement

ইএ/এমএস