খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয় : অনুরাগ

পাকিস্তান-ভারত সিরিজটা যে আর হচ্ছেই না, বোঝা গেলো বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুরের সর্বশেষ মন্তব্যে। যখন পাকিস্তান সফরে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, তখনই মন্তব্য করে বসলেন বিসিসিআিই সেক্রেটারি। তিনি বললেন, `সীমান্তে যখন মানুষ মারা হচ্ছে, তখন পাকিস্তানের সঙ্গে ভারতের কোন ক্রিকেট খেলা উচিৎ হবে না।`বিসিসিআইর মত একটি ক্ষমতাধর ক্রিকেট বোর্ডে থেকে অনুরাগ ঠাকুর বললেন, এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু মন্তব্যটা যে আর ব্যাক্তিগত নয়, সেটা তার প্রভাবেই বোঝা যাচ্ছে। কারণ, পাকিস্তানও ইতিমধ্যে প্রায় নিশ্চিত হয়ে গেছে, সিরিজটা সম্ভবত আর হচ্ছেই না।অনুরাগ ঠাকুর বলেন, `এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয়। কিন্তু সাবেক বোর্ড সচিব কথা দিয়েছিলেন, সেটাকে সম্মান জানাতে হবে। আমার ব্যক্তিগত মতামত এবং বিজেপি–র নীতি বিসিসিআইর ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।`বিসিসিআই সচিব আরও বলেন, `সব টেস্ট খেলুড়ে দেশকেই সমর্থণ দেয়া বিসিসিআইর কাজ। সেটা করতে হবে। আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রীও শান্তি চান। কিন্তু তার আগে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে সতর্ক হতে হবে।`আইএইচএস/এমআর

Advertisement