দর্শকদের মন তিনি অনেক আগেই জয় করেছেন বাংলা ও হিন্দি ভাষার চলচ্চিত্রে। তবে বলি ও টলিউডের নায়ক মিঠুন চক্রবর্তী নিজেকে কলকাতার মানুষের কাছে পূজনীয় করে তুলেছিলেন ‘ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে। ছবির সিরিজগুলোতে ফাটাকেষ্ট চরিত্রে দেখা গেছে প্রতিবাদী মানুষের গল্প। যিনি সাধারণ একজন প্রতিবাদী পুরুষ থেকে নির্দিষ্ট একটি বাজির জন্য মন্ত্রী নির্বাচিত হন। সেই বাজি জয় করে ফাটাকেষ্ট রাজনীতিতে নামেন এবং মানুষের রায় নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেন। ছবির মতোই বাস্তবেও মিঠুন নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে রাজ্যের এমএলএ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবারে শোনা গেল নানা অভিমান মনে নিয়ে এই মাঠ থেকে বিদায় নিচ্ছেন ‘ডিস্কো ড্যান্সার’।আগেই মৃদু আওয়াজ তুলেছিলেন, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারণা চালাবেন না। এবার শোনা গেল, সরাসরি রাজনীতিকে বিদায় বলতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূল সূত্রে খবরটি প্রকাশ করেছে কলকাতার একটি সংবাদমাধ্যম।দলীয় সে সূত্র জানিয়েছে, এখন তারা মিঠুনের জায়গায় রাজ্যসভায় কাকে পাঠানো হবে তা নিয়ে আলোচনা করছেন।কেন হঠাৎ রাজনীতি ছাড়ছেন মিঠুন? এমন প্রশ্নের জবাবে ভেসে আসছে নায়কের অভিমানের কথা। আলোচনায় উঠে আসছে সারদা মামলায় দীর্ঘ টানাপোড়েনের মধ্যে তার দল তৃণমূল তার পাশে দাঁড়ায়নি বলেই তিনি রাজনীতি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।অন্যদিকে একাধিকবার সর্বোচ্চ করদাতা তালিকাতেও নাম এসেছে দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেতার। অনেকের মতে, পর্দার প্রতিবাদী সে মানুষটি বাস্তব জীবনেও স্বচ্ছ থাকতে চান। এলএ
Advertisement