জাতীয়

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৪ জনে। একই সময়ের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬০০ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৯ হাজার ৯৫৭ জনে।

Advertisement

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৪৭ ও উপজেলার ১৫৩ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৫ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এসএস